বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

নরসিংদী কারাগার থেকে লুট হওয়া গুলি উদ্ধার 

তারেক পাঠান, নরসিংদী 

নরসিংদী কারাগার থেকে লুট হওয়া গুলি উদ্ধার 

নরসিংদী কারাগার থেকে লুট হওয়া   আর ও  ৫টি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছেন নরসিংদীর দায়িত্বে থাকা ২৮ ইষ্ট বেংগল সেনাবাহিনী কর্তৃকপক্ষ। 

গত ৮ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে নরসিংদীর দায়িত্বে নিয়োজিত অধিনায়ক ২৮ ইষ্ট বেংগল লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব পিএসসি এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টিম নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি অস্ত্র এবং ২৬ রাউন্ড তাঁজা রাবার বুলেট উদ্ধার করেছে। 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে গত ৮ আগস্ট ২৮ ইষ্ট বেংগল সেনাবাহিনীর একটি টিম একটি বিশেষ অভিযান চালিয়ে নরসিংদীর বড় বাজার জামে মসজিদ এর পেছনে পরিত্যক্ত একটি বাড়ী থেকে ২৬ রাউন্ড তাঁজা রাবার বুলেট উদ্ধার করে। 

গত ১১ আগস্ট রায়পুরা উপজেলার মেথীকান্দা এলাকা থেকে ডাকাতদের ফেলে দেওয়া জলাশয় থেকে ৩টি একনলা বন্ধুক উদ্ধার করে। গত ১৩ আগস্ট নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের কালীর হাট এলাকার একটি বাড়ী থেকে ১টি শর্টগান উদ্ধার করে। 

এটি নরসিংদী জেলা কারাগার এর লুন্ঠনকৃত অস্ত্র বলে জানা গেছে। এছাড়া গত ১৬ আগস্ট নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি জঙ্গল থেকে ১টি রাইফেল বিডি-০৮ উদ্ধার করে। এটিও নরসিংদী জেলা কারাগার থেকে লুন্ঠনকৃত অস্ত্র বলে জানা গেছে। 

রোববার ১৮ আগস্ট বেলা ১টা ৩০ মি. সময় ২৮ ইষ্ট বেংগল এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব পিএসসি উদ্ধারকৃত ৫টি অস্ত্র এবং ২৬ রাউন্ড তাঁজা রাবার বুলেট নরসিংদী পুলিশের নিকট হস্তান্তর করেন।

টিএইচ